অধ্যায় ১০
১৯. নেটওয়ার্কের সংকটময় পথ চিহ্নিত করতে কী ব্যবহৃত হয়?
ক. CPM খ. BEP
গ. PERT ঘ. IRR
২০. নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে পড়ে—
i. অভ্যন্তরীণ নিরীক্ষা
ii. তথ্য-উপাত্ত বিশ্লেষণ
iii. ব্যক্তিগত পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i. ও ii খ. i. ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. একজন নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। সুপারভাইজারের পক্ষে তার কাজ নিয়ন্ত্রণে নিচের কোনটি উত্তম পদ্ধতি?
ক. পার্ট খ. ব্যক্তিগত পর্যবেক্ষণ
গ. বাজেট ঘ. অভ্যন্তরীণ নিরীক্ষা
২২. নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত?
ক. কার্যফল পরিমাপ খ. আদর্শ মানের সঙ্গে তুলনা
গ. বিচ্যুতির কারণ অনুসন্ধান ঘ. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
২৩. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কয়টি পদক্ষেপ বিদ্যমান?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
২৪. ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ কোনটি?
ক. প্রশিক্ষণ খ. নির্দেশনা
গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ
২৫. SWOT-এর পূর্ণরূপ কী?
ক. Strength, Weakness, offer & Tie
খ. Strength, Weakness, Opportunity & Threat
গ. Strength, Weakness, Opportunity, Threat
ঘ. Softness, Weakness, Opportunity & Threat
২৬ . একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থার আবশ্যকীয় উপাদানগুলো হলো—
i. মিতব্যয়িতা ii. ভবিষ্যৎমুখিতা
iii. দৃষ্টান্ত স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা