ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩ ও ৪

১৯. একাধিক পণ্য উৎপাদনকারী উচ্চ প্রযুক্তি সম্পন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো উপযোগী?

ক. ম্যাট্রিক্স

খ. সরলরৈখিক ও উপদেষ্টা

গ. ম্যাক্সিক্স

ঘ. কমিটি

২০. কোনো সমস্যা সমাধান বা কার্যপদ্ধতি গ্রহণে একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প নির্বাচনকে কী বলে?

ক. পরিকল্পনা খ. সিদ্ধান্ত গ্রহণ

গ. প্রকল্প ঘ. প্রোগ্রাম

২১. কোন ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মী থাকে না?

ক. কমিটি সংগঠনে

খ. ম্যাট্টিক্স সংগঠনে

গ. সরলরৈখিক সংগঠনে

ঘ. কার্যভিত্তিক সংগঠনে

২২. সংগঠনের উদ্দেশ্য হলো

i. দায়িত্ব নির্ধারণ

ii. জবাবদিহি প্রতিষ্ঠা

iii. শৃঙ্খলা প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. কমিটি সংগঠন —

i. এক ধরনের অস্থায়ী সংগঠন

ii. বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়

iii. কমপক্ষে পাঁচজনের সমন্বয়ে গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়—

i. সরলতা

ii. নমনীয়তা

iii. স্বেচ্ছাচারিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয়?

ক. নমনীয়তা খ. সহজবোধ্যতা

গ. সহযোগিতা ঘ. সুস্পষ্টতা

২৬. সংগঠনের চালিকাশক্তি কোনটি?

ক. নিয়ন্ত্রণ খ. নির্দেশনা

গ. সমন্বয় সাধন ঘ. পরিকল্পনা

সঠিক উত্তর

অধ্যায় ৩ ও ৪: ১৯. ক ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা