ভাষার মাসে বর্ণমালা নিয়ে

∎ ভাষার মূল উপাদান—ধ্বনি

∎ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে—বর্ণ

∎ বাংলা বর্ণমালার উৎস—ব্রাহ্মীলিপি

∎ বাংলা বর্ণমালায় মোট বর্ণসংখ্যা—৫০টি

∎ বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা—৩৯টি

∎ বাংলা ভাষায় স্বরবর্ণ—১১টি

∎ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ—১০টি

∎ বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ—৬টি

∎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে—কার

∎ বাংলা স্বরবর্ণের কার—১০টি

∎ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা—ফলা

∎ বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা—৬টি

∎ বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণসংখ্যা—৩টি (ং,ঃ, ঁ )

∎ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি—৭টি

∎ বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি—৩০টি

∎ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি—৩৭টি

∎ বাংলা ভাষায় স্পর্শধ্বনির সংখ্যা—২৫টি ( ক থেকে ম )

∎ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা—২৫টি