ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৩৯. মানুষের জীবনের যে ​ক্ষেত্রে নদীর প্রভাব রয়েছে—

i. সাংস্কৃতিক ​ক্ষেত্রে

ii. অর্থনৈতিক ​​ক্ষেত্রে

iii. জীবনযাত্রার ​​ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. কোন নদীটি কর্ণফুলী নদীর উপনদী?

ক. মহানন্দা খ. গোমতী

গ. ফেনী ঘ. কাসালং

৪১. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি

গ. নভেম্বর ঘ. ডিসেম্বর

৪২. মেঘনা নদীর উপনদী কোনটি?

ক. কাসালং খ. পুনর্ভবা

গ. ট্যাংগন ঘ. বাউলাই

৪৩. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ক. জুলাই খ. জুন

গ. এপ্রিল ঘ. মার্চ

৪৪. বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?

ক. যশোর খ. কুষ্টিয়া

গ. দৌলতদিয়া ঘ. চাঁদপুর

৪৫. বাংলাদেশের​ দক্ষিণে কোনটি রয়েছে?

ক. আসাম খ. মিয়ানমার

গ. বঙ্গোপসাগর

ঘ. পশ্চিমবঙ্গ

৪৬. গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক. রাজশাহী খ. কুষ্টিয়া

গ. পাবনা ঘ. নাটোর

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৩৯. ঘ ৪০. ঘ ৪১. ক ৪২. ঘ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. গ ৪৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল