ভূগোল | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৫৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

ক. মকরক্রান্তি রেখা

খ. কর্কটক্রান্তি রেখা

গ. বিষুবরেখা

ঘ. সমাক্ষরেখা

৫৮. সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?

ক. সেক্সট্যান্ট যন্ত্র খ. ইনকিউবেটর

গ. অডোমিটার ঘ. টেকোমিটার

৫৯. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি?

ক. ০ খ. ৫

গ. ১০ ঘ. ১৫

৬০. ১ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য

কত হয়?

ক. ২ মিনিট খ. ৪ মিনিট

গ.৩০ মিনিট ঘ. ৬০ মিনিট

৬১. কবে সূর্যের দক্ষিণায়নের শেষ দিন?

ক. ২১ মার্চ খ. ২১ জুন

গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর

৬২. একই দ্রাঘিমায় ১৮০ তে সময়ের পার্থক্য কত হয়?

ক. ১২ ঘণ্টা খ. ১৬ ঘণ্টা

গ. ২৪ ঘণ্টা ঘ. ২৬ ঘণ্টা

৬৩. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা নির্দেশ করে?

ক. ১২০ দ্রাঘিমারেখা

খ. ১৮০ দ্রাঘিমারেখা

গ. ০ রেখা

ঘ. ২৩ উত্তর অক্ষাংশ

৬৪. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. জাপান সাগর

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫৭. খ ৫৮. ক ৫৯. ক ৬০. খ ৬১.ঘ ৬২. গ ৬৩. খ ৬৪. ক