মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

মাধ্যমিক সমমানের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় বোর্ডে দ্বিতীয় সেরা হয়েছে ঝালকাঠি নেছারিয়া সিনিয়র (এনএস) কামিল মাদ্রাসা। মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতকাল শনিবার দুপুরে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফলের সঙ্গে সমমান দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণা করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এ বছর এই মাদ্রাসা থেকে ২৬৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। বোর্ডে দ্বিতীয় সেরা হওয়ায় উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে বিশেষ পরীক্ষার ব্যবস্থা, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক পরিদর্শন শিক্ষক রাখা ও শ্রেণিকক্ষের বাইরে টিউটর শিক্ষকের ব্যবস্থা করা হয়। সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের ফসল দাখিল পরীক্ষায় বোর্ডে দ্বিতীয় সেরা হওয়া। এটা শুধু এ বছর নয়, ধারাবাহিকভাবে মাদ্রাসা বোর্ডে ভালো ফলাফল অর্জন করে আসছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান বলেন, মাদ্রাসাটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় শ্রেণি পরীক্ষা নেওয়া, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, পিছিয়ে পড়া এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি নজর দেওয়ার কারণে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।