৫. কোনটি কৌণিক গতিসূত্রের তৃতীয় সূত্র? ক. একটি বস্তু অপর একটি বস্তুর ওপর টর্ক প্রয়োগ করলে, দ্বিতীয় বস্তুটির প্রথম বস্তুর ওপর সমমানের ও বিপরীতমুখী টর্ক প্রয়োগ করে। খ. ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। এ পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকে ঘটে। গ. ঘূর্ণনরত বস্তুর পারিপার্শ্বিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। এ পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকে ঘটে। ঘ. একটি বস্তুর ওপর একটি কেন্দ্রমুখী বল প্রয়োগ করলে, বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের ব্যস্তানুপাতিক। ৬. গতীয় ঘর্ষণ কোণ কাকে বলে? ক. অভিলম্ব প্রতিক্রিয়া এবং গতীয় ঘর্ষণের গুণফলকে লব্ধি প্রতিক্রিয়া বলে। লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে গতীয় ঘর্ষণ কোণ বলে। খ. অভিলম্ব প্রতিক্রিয়া এবং অভিলম্ব ঘর্ষণের বর্গমূলকে লব্ধি প্রতিক্রিয়া বলে। লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে গতীয় ঘর্ষণ কোণ বলে। গ. অভিলম্ব প্রতিক্রিয়া এবং গতীয় ঘর্ষণের লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে। লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে গতীয় ঘর্ষণ কোণ বলে। ঘ. অভিলম্ব প্রতিক্রিয়া এবং গতীয় স্থিতিস্থাপকের লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে। লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে গতীয় ঘর্ষণ কোণ বলে। ৭. গতীয় ঘর্ষণের সূত্রের জন্য কোন তথ্যটি সঠিক? ক. গতির ঘর্ষণের সূত্রগুলো গতির বিপরীত দিকে ক্রিয়া করে। খ. গতির ঘর্ষণের সূত্রগুলোর মান এর অভিলম্ব প্রতিক্রিয়ার মানের সমানুপাতিক। গ. এটি স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। ঘ. এটি বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের ওপর নির্ভর করে না। ৮. কোনটি সঠিক তথ্য? ক. Mg এবং Ca-এর অক্সাইড মৃত্তিকায় পাওয়া যায় বলে এগুলো মৃ ৎক্ষারীয় ধাতু। খ. যেসব মৌলের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে p-অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদের P-ব্লক মৌল বলে। গ. ল্যানথানাইড মৌলসমূহকে বিরল মৃত্তিকা ধাতু বলে। ঘ. সাধারণ তাপমাত্রায় H2 একটি দ্বিপরমাণুক গ্যাস। ৯. কোনটি আধুনিক পর্যায় সারণির ত্রুটি? ক. মৌলগুলো নয়টি গ্রুপে সাজানো থাকলেও তা অনুক্রমিক নয়। খ. প্রথমের শ্রেণী থেকে ৭ নম্বর শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণী A ও B উপশ্রেণীতে বিভক্ত। গ. মৌলগুলো সাতটি গ্রুপে সাজানো থাকলেও তা অনুক্রমিক নয়। ঘ. প্রথমের শ্রেণী থেকে ৫ নম্বর শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণী A, B, C উপশ্রেণীতে বিভক্ত। ১০. বিজ্ঞানী মেন্ডেলিফ ও লুথার মেয়ারের পর্যায় সারণির ভিত্তি কী ছিল? ক. যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। খ. মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। গ. মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ওজনের ও সংখ্যার সঙ্গে বৃদ্ধি পায়।ঘ. যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের আণবিক ওজনের সঙ্গে হ্রাস পায়।১১. অবস্থান্তর ধাতু কাকে বলে?ক. যেসব d-ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ d-অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ অর্থা ৎ d1 থেকে d9 কাঠামো থাকে, তাদের অবস্থান্তর ধাতু বলে।খ. যেসব b-ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ b-অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অর্থা ৎ d1 থেকে d5 কাঠামো পূর্ণ থাকে, তাদের অবস্থান্তর ধাতু বলে। গ. যেসব d ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ b-অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ অর্থা ৎ d1 থেকে d4 কাঠামো থাকে, তাদের অবস্থান্তর ধাতু বলে।ঘ. যেসব b ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল ক্যাটায়ন তার ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ b-অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং b1 থেকে b4 কাঠামোতে তার বিস্তৃতি থাকে, তাকে অবস্থান্তর ধাতু বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৫ \ অংশ-২: ৫. ক ৬. গ ৭. ক, খ, গ, ঘ ৮. ক, খ, গ, ঘ ৯. ক, খ ১০. খ ১১. ক।