রসায়ন

.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ রসায়ন বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
২০. কোনটি তামার আকরিক?
ক. ক্যালামাইন খ. চুনাপাথর
গ. হেমাটাইট ঘ. চালকোসাইট
২১। কোন ধাতুর আকরিকে সর্বদাই আর্দ্রতা থাকে?
ক. জিরকন খ. অ্যালুমিনিয়াম
গ. ম্যাগনেটাইট ঘ. টাইটানিয়াম২২. ক্রায়োলাইটের সংকেত কোনটি?
ক. Na2AlO3 খ. Na3AlFe6
গ. Na3AlF6 ঘ. Na3Al2O3

২৩। লিমোনাইট আকরিকের সংকেত কী?
ক. Fe3O4 খ. Fe2O3.3H2O
গ. Fe2O3 ঘ. CuFeS2
২৪। আকরিক থেকে খনিজমল দূর করার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. ঘনীকরণ খ. ভেজাল দূরীকরণ
গ. ভস্মীকরণ ঘ. বিচূর্ণ
২৫। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে কী বলা হয়?
ক. ওলিয়াম খ. ক্লোরোফর্ম
গ. কাঁদানে গ্যাস ঘ. লাফিং গ্যাস
২৬। ভূ-ত্বকে আয়রনের পরিমাণ কত?
ক. ৪% খ. ৫% গ. ৬% ঘ. ৭%
২৭। স্টিল বা ইস্পাতে কার্বনের পরিমাণ—
ক. 0.1-0.25% খ. 0.8% গ. 1.5-2% ঘ. 1-1.5%
২৮। ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
ক. ক্রোমিয়াম খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম ঘ. পটাশিয়াম
২৯। টাংস্টেন ধাতু নিষ্কাশনের সময় বিজারক হিসেবে ব্যবহূত হয় কোনটি?
ক. CO খ. H2 গ. AI ঘ. Na

অধ্যায়-১১
১.। CH2 = CHCI-এর নাম কী?
ক. ইথাইল ক্লোরাইড খ. ভিনাইল ক্লোরাইড
গ. ক্লোরোফর্ম ঘ. মিথিলিন ক্লোরাইড
২। কোনটি মিথান্যাল?
ক. CH3OH খ. HCHO গ. HCOOH ঘ. CH3
৩। কোনটি ফেনলের সংকেত?
ক. C4H8O খ. C5H10O
গ. C6H6O ঘ. C6H8O
৪। অ্যালকেনকে অপর্যাপ্ত অক্সিজেনে দহন করলে কোনটি উত্পন্ন হয়?
ক. CO2 খ. NO2 গ. CO ঘ. SO2
৫। কোনটি পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে টেফলন তৈরি করে?
ক. CH2 = CH2 খ. CH3-CH = CH2
গ. CF2 = CF2 ঘ. CH2 = CHCI
৬। স্টার্চের গাঁজন-প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা হয়—
ক. ইথালন খ. অ্যালডিহাইড
গ. বেনজিন ঘ. ফ্যাটি অ্যাসিড
৭। ইনসুলিন কোনটির পলিমার?
ক. গ্লুকোজ খ. অ্যালডিহাইড
গ. ফ্যাটি অ্যাসিড ঘ. অ্যামাইনো অ্যাসিড
৮। পেট্রোলিয়াম শব্দের অর্থ কী?
ক. শিলা তেল খ. মধ্যম তেল
গ. লঘু তেল ঘ. বিটুমিন তেল
৯। প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে?
ক. ভোল্ট খ. উইলিয়াম হার্ভে
গ. ভোলার ঘ. বার্জেলিয়াস
১০। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
ক. C4H8 খ. C4H4 গ. C3H8 ঘ. C4H6
১১। সরাসরি গাছ থেকে পাওয়া যায় কোন পলিমার?
ক. রাবার খ. পলিথিন গ. পলি প্রোপিন ঘ. প্লাস্টিক
১২। তরল সোনা কী?
ক. প্রাকৃতিক গ্যাস খ. পেট্রোলিয়াম
গ. কয়লা ঘ. সিলিকা জেল
১৩। পারফিউম, কসমেটিকস ও ঔষধশিল্পে দ্রাবক হিসেবে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. ইথানল খ. মিথানল
গ. ফরমালডিহাইড ঘ. প্রোপেন
১৪। অ্যাসিটিলিন ও বেনজিনের স্থূল সংকেত কোনটি?
ক. C6H6 খ. C2H2 গ. C4H4 ঘ. CH
১৫। জীবাশ্ম জ্বালানি তৈরিতে কত বছর সময় লাগে?
ক. ১০০ মিলিয়ন বছর খ. ২০০ মিলিয়ন বছর
গ. ২০০০ বছর ঘ. ১০০০ বছর
১৬। কোন প্লাস্টিককে একবার গলানো যায়?
ক. ব্যাকেলাইট খ. পলিথিন
গ. PVC ঘ. পলিপ্রপিলিন
১৭। ফ্যাটি অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উত্পন্ন হয়?
ক. কিটোন খ. অ্যালডিহাইড
গ. এস্টার ঘ. সাবান
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
রসায়ন: সঠিক উত্তর
অধ্যায়-১০
২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. খ
অধ্যায়-১১
১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ।
শিক্ষক
খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা