রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

২২. সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রন পাওয়া যায় কোনটিতে?

ক. NaCl খ. গ্রাফাইট

গ. HCl ঘ. MgCl

নিচের তথ্যের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

6A 8B

২৩. A ও B মৌলের বহিঃস্তরে কয়টি ইলেকট্রন থাকবে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

২৪. A মৌল দ্বারা গঠিত যৌগ—

i. সমযোজী ii. অম্লীয়

iii. উচ্চ গলনাঙ্কবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোন মৌলটি শুধু সমযোজী যৌগ গঠন করে?

ক. সোডিয়াম খ. ম্যাগনেসিয়াম

গ. অক্সিজেন ঘ. কার্বন

অধ্যায় ১১

১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. মিথেন খ. ইথেন

গ. প্রোপেন ঘ. বিউটেন

২. খনি থেকে সরাসরি প্রাপ্ত পদার্থকে কী বলে?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. অপরিশোধিত তেল

গ. ডিজেল ঘ. ন্যাপথা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫.ঘ

অধ্যায় ১১: ১.ক ২.খ


তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা