রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

১৫. কোনটি তড়িৎ পরিবহন করে না?

ক. অ্যালুমিনিয়াম খ. সিলভার

গ. গ্রাফাইট ঘ. ডায়মন্ড

১৬. H2O অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি?

ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4

১৮. কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?

ক. উচ্চ স্ফূটনাঙ্ক

খ. নিম্ন স্ফূটনাঙ্ক

গ. অধিকাংশ যৌগ পানিতে দ্রবণীয়

ঘ. উচ্চ গলনাঙ্ক

১৯. একটি মৌলের ইলেকট্রনসংখ্যা ও এই মৌলের ক্ষেত্রে—

i. ইলেকট্রন বিন্যাস 1s22s22p6

ii. যোজ্যতা ইলেকট্রন 7

iii. যোজনী 7

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. যৌগমূলক—

i. একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত

ii. আয়নের ন্যায় আচরণ করে

iii. ধনাত্মক ও ঋণাত্মক আধানবিশিষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২১. পোলার যৌগ হলো—

i. H2O ii. HF iii. CH3-CH2-OH

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১৫.ঘ ১৬. গ ১৭. গ ১৮.খ ১৯.খ ২০.ঘ ২১. ক


তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা