রসায়ন ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১১. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?

ক. কার্বন খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. ফসফরাস

১২. কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি?

ক. Na খ. K

গ. Rb ঘ. Li

১৩. পানির অণুতে বন্ধন কোণ কত?

ক. 104.5o খ. 107o

গ. 109.5o ঘ. 120o

১৪. কোন অক্সাইডটি উভধর্মী?

ক. MgO খ. Al2O3

গ. CO2 ঘ. Na2O

১৫. পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?

ক. 2.5 খ. 3.0

গ. 3.5 ঘ. 4.0

১৬. কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?

ক. N খ. Cl

গ. O ঘ. F

১৭. নিচের কোনটির গলনাঙ্ক কম?

ক. NaCl খ. AlCl3

গ. KCl ঘ. CaCl2

১৮. কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট?

ক. H2O খ. NCl3

গ. H2S ঘ. PH3

১৯. নিচের কোনটি প্যারামাগনেটিক?

ক. Zn খ. Cu

গ. Ca ঘ. Mg

২০. যৌগের কেন্দ্রীয় পরমাণু d3sp3 সংকরিত হলে তার আকৃতি কীরূপ হয়?

ক. ত্রিকোণীয় দ্বি–পিরামিড

খ. পঞ্চভূজীয় দ্বি–পিরামিড

গ. অষ্টতলকীয়

ঘ. সমতলীয় বর্গাকার

২১. নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল?

ক. F2 খ. Cl2

গ. Br2 ঘ. I2

২২. কোনটি রঙিন যৌগ?

ক. Cu2Cl2 খ. COCl2

গ. SCCl3 ঘ. MgCl2

২৩. নিচের কোন আয়নের পোলারায়ন ক্ষমতা কম?

ক. Cl- খ. F-

গ. Br- ঘ. I-

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক ২৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল