রসায়ন ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৪৬. অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণে ব্যবহৃত হয়—

i. টলেন বিকারক ii. I-R বর্ণালি

iii. 2, 4-DNP

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৪৭. জৈব যৌগে -COOH মূলক শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়?

ক. NaOH খ. FeCl3

গ. AgNO3 ঘ. NaHCO3

৪৮. কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়?

ক. R2NH খ. R3N

গ. R-NH2 ঘ. R-N-H

৪৯. ডেটলের মূল উপাদান কোনটি?

ক. ক্লোরোজাই লিনল

খ. ক্লোরো বেনজিন

গ. ক্লোরাল ঘ. ফেনল

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৬. ক ৪৭. ঘ ৪৮. গ ৪৯. ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা