রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। গতকাল বুধবার তিনি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক এম এ বারী গতকাল উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভায় তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।’

জরুরি সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. আবদুল আলিম, অধ্যাপক রুস্তম উদ্দিন আহমেদ এবং অনলাইনের মাধ্যমে অধ্যাপক মো. হাবীবুর রহমান ও অধ্যাপক এম ওসমান গনি তালুকদার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে উপাচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় রেজিস্ট্রারের উপস্থিতির কারণে শিক্ষকদের বিরোধিতায় সভাটি স্থগিত হয়ে যায়। এরপর থেকে অধ্যাপক এম এ বারী নিজ দপ্তরে যাননি।