রুটিন করে প্রস্তুতি নাও

কর্নেল নুরন্‌ নবী, (অব.)প্রাক্তন অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ, ঢাকা

প্রিয় ২০২১ সালের এসএসসির পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। এ বছর কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হবে। সে জন্য এরই মধ্যে সংশোধিত পুন৴বিন্যাস করা সিলেবাস শিক্ষাবোড৴ কর্তৃপক্ষ ঘোষণা করেছে। সিলেবাসটি পড়াশোনা পাতায় ৮ ফেব্রুয়ারি তা ছাপা হয়েছে, তোমরা তা দেখে নিও।

সিলেবাস সংগ্রহ করো: সংক্ষিপ্ত সিলেবাসটি সংগ্রহ করে পড়ার টেবিলের সামনে ভালো করে রেখে দাও। যখন প্রয়োজন হবে তা তখন থেকে পারবে।

সিলেবাসে কী আছে: শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সংক্ষিপ্ত সিলেবাসে তোমার পাঠ্যবইয়ের দরকারি অধ্যায়গুলোই রেখেছে। আগে তা ভালো করে বুঝে নাও, তারপর পড়া শুরু করো।

মনোযোগ দিয়ে পড়ো: পরীক্ষায় সিলেবাস কম দেখে মনে মনে খুশি হওয়ার কিছু নেই। সিলেবাস কম থাকলেও তোমাকে ভবিষ্যতে সেগুলোর উপর ভালো ধারণা থাকতে হবে। সেজন্য যেগুলো সিলেবাসে আছে তা মনোযোগ দিয়ে পড়ো।

নিজে রুটিন করে নাও: মনে রেখো এ বছর এসএসসি পরীক্ষা হবে। কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না। সেজন্য তোমাকে জেনে বুঝে প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতিটা যথাযথ নিতে হলে আজই পড়ার রুটিন

নিজের মতো করে তৈরি করে নাও।

গ্রেড পয়েন্ট: বহু নির্বাচিত ও সৃজনশীল অংশে জোর দিতে হবে। এতে করে তোমার গ্রেড পয়েন্ট ভালো আসবে। এ পরীক্ষায় গ্রেড পয়েন্ট বাড়িয়ে নিতে পারলে, এইচএসসি পরীক্ষাতেই তোমার মনোবল ভালো থাকবে।

রিভিশন দাও ভালো করে: প্রতিটি বিষয়ের যে অধ্যায়গুলো এবারের পরীক্ষায় থাকবে, সে অধ্যায়গুলো মনোযোগ দিয়ে রিভিশন দাও। তোমার সঠিক প্রস্তুতির ওপর নির্ভর করছে তুমি জিপিএ কত পাবে।

এটাই সুযোগ: সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত করে দিয়েছে শিক্ষাবোর্ড, সেহেতু তোমার প্রস্তুতিটা ভালো করার সুযোগ কিন্তু বেড়ে গেছে। তা কাজে লাগাও। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো।

সহায়তা নাও: গণিত, ইংরেজি, বিজ্ঞান, হিসাববিজ্ঞান অথবা যে যে বিষয়ের কোনো অধ্যায় কঠিন মনে হলে স্কুলের সংশ্লিষ্ট শিক্ষক বা গৃহশিক্ষকের সহায়তা নিয়ে তা সমাধান করে নাও। তবেই তোমার প্রস্তুতি ভালো হবে।