লেগ স্পিনার সম্রাট

মো. সম্রাট আকবর
মো. সম্রাট আকবর

কিছুদিন আগে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের দলনেতা আকবর আলীর সঙ্গে নামের মিল আছে, এই ভেবে নিশ্চয়ই কিছুটা আনন্দ পেতে পারেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, তরুণ ক্রিকেটার সম্রাট আকবর। আকবরের বাবা এ কে এম জালাল হোসেন মঞ্চে রাজার ভূমিকায় অভিনয় করতেন। তাই ছেলের এমন নাম রেখেছিলেন তিনি। 

ছোটবেলা থেকেই ক্রিকেটপাগল সম্রাট। টিভিতে খেলা দেখতে দেখতেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। ঠিক করেন, বড় হয়ে ক্রিকেটারই হবেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ক্রিকেট বলে প্র্যাকটিস শুরু করেন। এরপর তিনি স্কুল দলের জার্সি গায়ে অংশ নেন স্কুল নির্মাণ টুর্নামেন্টে। তখন তিনি দশম শ্রেণির ছাত্র। সম্রাটের সঙ্গে কথা হয় বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প টুর্নামেন্টে। এবার তিনি প্রতিনিধিত্ব করছেন তাঁর বিশ্ববিদ্যালয়—সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। বিশ্ববিদ্যালয় দলের নিয়মিত মুখ সম্রাট। গত বছর সিলেটে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টেও খেলেছেন তিনি। তরুণ এই ক্রিকেটার পড়ছেন বিবিএর তৃতীয় বর্ষে। 

পড়াশোনা আর খেলাধুলা—দুটোকে একসঙ্গে সামাল দেন কীভাবে? বললেন, দুটোর গুরুত্বই সমান তাঁর কাছে। অনুশীলন কিংবা ম্যাচের সময় ক্রিকেটই সব। আবার পরীক্ষার আগে সবকিছু ভুলে বসে যান পড়ার টেবিলে। 

আর খেলাধুলার ক্ষেত্রে সম্রাটের বাবা সব সময় ছেলেকে উৎসাহ দিয়ে এসেছেন। হাসতে হাসতে সম্রাট বলেন, ‘ছোটবেলায় আম্মা মাঠে যেতে দিতে চাইত না। তাই দুপুরবেলা আম্মু ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে মাঠে চলে যেতাম। আর এই কাজে সাহায্য করত আমার আব্বু।’ সম্রাটের বাবাও একসময় ফুটবল খেলতেন। তাই খেলাধুলার প্রতি তাঁরও রয়েছে অন্য রকম এক টান। 

ম্যাচের আগে ও পরে বাবাকে ফোন করেন সম্রাট। ম্যাচের আগে দোয়া দেন বাবা। আর ম্যাচ শেষে খেলার ফলাফল তাঁকে জানাতেই হবে। সম্রাট বলেন, ‘ভালো খেললে পুরস্কারও দেন বাবা।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর সহপাঠীরাও সম্রাটকে এ ব্যাপারে বেশ সাহায্য করেন। খেলার কারণে কোনো ক্লাস বাদ গেলে পরবর্তী সময়ে আবার আলাদা করে তাঁকে পড়া বুঝিয়ে দেন শিক্ষকেরা।

ক্যাম্পাসের বাইরেও সিলেটজুড়ে লেগ স্পিনার হিসেবে বেশ সুনাম সম্রাটের। সিলেটের বিভিন্ন স্থানীয় লিগে ডাক পান তিনি। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন তাঁর।
মো. সম্রাট আকবর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি