ষষ্ঠ শ্রেণি - বাংলা | ভাষা ও বাংলা ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ভাষা ও বাংলা ভাষা

৩১. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা

গ. উপভাষা ঘ. কথ্য ভাষা

৩২. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা

গ. উপভাষা ঘ. কথ্য ভাষা

৩৩. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা

গ. উপভাষা ঘ. কথ্য ভাষা

৩৪. সামাজিক ভাষা কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৩৫. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?

ক. উচ্চশ্রেণির ভাষা

খ. উচ্চ ভাষা

গ. অভিজাত ভাষা

ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা

৩৬. সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষাদীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়—তাদের ভাষাকে কী ভাষা বলে?

ক. নিম্নভাষা

খ. নিম্ন শ্রেণির ভাষা

গ. অশিষ্টজনের ভাষা

ঘ. সাধারণের ভাষা

৩৭. সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা

গ. উপভাষা ঘ. পেশাগত ভাষা

৩৮. মাতৃভাষা ছাড়া অন্য যেকোনো ভাষাকে বলা হয়—

i. দ্বিতীয় ভাষা

ii. তৃতীয় ভাষা

iii. বিদেশি ভাষা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৯. বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকেরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন, তাকে কী বলে?

ক. লেখার ভাষা খ. সাধু ভাষা

গ. চলিত ভাষা ঘ. প্রমিত ভাষা

৪০. ভাষার কী রূপ নেই?

ক. একক খ. খণ্ড

গ. দুই ঘ. অশুদ্ধ

সঠিক উত্তর

ভাষা ও বাংলা ভাষা: ৩১.ঘ ৩২.খ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.খ ৪০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন