সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৩০. কোনো বৃত্তিকে পেশার মর্যাদা অর্জন করতে হলে দরকার—

i. সংকলিত ও সমন্বিত জ্ঞান

ii. বাস্তব অনুশীলনের নৈপুণ্য

iii. সামাজিক স্বীকৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাফিজ সাহেব সমাজকর্মে এমএ পাস করার পর একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থায় কাউন্সেলর হিসেবে কাজ করছেন। তিনি তার মক্কেল সুমনের মাদকাসক্তি–সংক্রান্ত কেস হিস্ট্রি তাঁর প্রতিবেশী এক বন্ধুকে বললেন।

৩১. সমাজকর্মী হিসেবে হাফিজ সাহেব কোন নীতি রক্ষায় ব্যর্থ হয়েছেন—

ক. আত্মনিয়ন্ত্রণ খ. গোপনীয়তা

গ. ব্যক্তিস্বাতন্ত্রীকরণ ঘ. গ্রহণ

৩২. ওই নীতি লঙ্ঘন করায় সুমনের আচরণে যে পরিবর্তন হতে পারে তা হলো—

i. নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো

ii. তথ্য প্রকাশে অসম্মতি

iii. সমাজকর্মীর বিরুদ্ধে মনোভাব পোষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা ও কাজ করার স্বাধীনতা থাকে’—এটি কার উক্তি?

ক. আর্নেস্ট গ্রিনউড

খ. জন সি কিডনে

গ. গর্ডন মার্শাল

ঘ. জি মিলারসন

অধ্যায় ৪

১. আধুনিক সময়ে কল্যাণরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কী?

ক. সমাজসেবা

খ. সামাজিক উন্নয়ন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. সামাজিক নিরাপত্তা

২. সতীদাহ প্রথা বিলোপ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন?

ক. রাজা রামমোহন রায়

খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. ঈশ্ব্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. কত সালে রাজা রামমোহন রায় ‘বিধায়ক ও নিষেধক’ নামে গ্রন্থ প্রকাশ করেন?

ক. ১৮১৮ সালে খ. ১৮১৯ সালে

গ. ১৮২২ সালে ঘ. ১৮২৯ সালে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ

অধ্যায় ৪: ১. ঘ ২. ক ৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল