সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১২. সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি?

ক. তথ্য সংগ্রহ খ. সমস্যা নির্বাচন গ. তথ্য বিশ্লেষণ

ঘ. গবেষণার নকশা প্রণয়ন

১৩. কোনটির মাধ্যমে সাহায্যার্থীর গোপন তথ্য জানা সম্ভব হয়?

ক. র৵াপো

খ. পারিবারিক সম্পর্ক

গ. সামাজিক সম্পর্ক

ঘ. রাজনৈতিক সম্পর্ক

১৪. ‘Social Diagnosis’ নামক বইটির রচয়িতা কে?

ক. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার

খ. এইচ এইচ পার্লম্যান

গ. ও বোজেম

ঘ. ম্যারি রিচম্যান্ড

১৫. র৵াপো শব্দের অর্থ কী?

ক. মানবিক সম্পর্ক

খ. পেশাগত সম্পর্ক

গ. অর্থনৈতিক সম্পর্ক

ঘ. পারিবারিক সম্পর্ক

১৬. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম হলো—

i. বৈজ্ঞানিক ii. দাননির্ভর

iii পদ্ধতিগত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ হলো–

i. সমস্যা সুনির্দিষ্টকরণ

ii. সমস্যা বিশ্লেষণ

iii. সমাধানের নির্ধারক প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব হাসান একজন উচ্চশিক্ষিত ও সচেতন মানুষ। তিনি সমাজের মানুষের মধ্যে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার, পুষ্টিহীনতা ইত্যাদি সমস্যা নিরসনে যুবকদের সচেতন করেন। তিনি তাদের নিয়ে সুসংগঠিত দলীয় প্রচেষ্টা শুরু করেন।

১৮. জনাব হাসানের কাজটি সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. সমাজকর্ম গবেষণা

খ. সামাজিক কার্যক্রম

গ. সমষ্টি সমাজকর্ম

ঘ. সমাজকল্যাণ প্রশাসন

১৯. উদ্দীপকে জনাব হাসানের কাজটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজকর্ম পদ্ধতিটির উপাদানগুলো হচ্ছে—

i. সচেতনতা ii. সংগঠন

iii. দলীয় প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও ii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ