সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম

সহকারী অধ্যাপকবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১১ ১৩. তাপের সুপরিবাহক কোনটি? ক. কাচ খ. রাবার গ. পানি ঘ. তামা ১৪. সার্লির পদ্ধতিতে কোনটি নির্ণয় করা যায়? ক. তাপ পরিবাহকত্ব খ. G-এর মান গ. g-এর মান আপেক্ষিক তাপ ১৫. আগুনের পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক ওপরে কোনো স্থানে বেশি উত্তপ্ত হওয়ার কারণ কী?ক. তাপের পরিবহন খ. তাপের পরিচলন গ. তাপের বিকিরণ ঘ. তাপের পরিচলন ও বিকিরণ ১৬. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম?ক. নীল খ. কালো গ. সাদা ঘ. লাল ১৭. গ্রিন হাউস কী? ক. কাচের তৈরি ঘর খ. সবুজ আলোয় আলোকিত ঘর গ. সবুজ ভবনের নাম ঘ. সবুজ গাছপালা১৮. নিচের কোনটি তাপের অপরিবাহী?ক. ফেল্ট খ. লোহা গ. পারদ ঘ. রূপাঅধ্যায়-১২১. জ্বালানি পোড়ানোর ব্যবস্থার ওপর নির্ভর করে ইঞ্জিনকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার ২. নিচের কোন ইঞ্জিনটি অন্তর্দহ ইঞ্জিন নয়? ক. পেট্রোল ইঞ্জিন খ. ডিজেল ইঞ্জিন গ. অ্যারোপ্লেনের ইঞ্জিন ঘ. বাষ্পীয় ইঞ্জিন ৩. পেট্রোল ইঞ্জিনের কোন অংশে পেট্রোলকে বাষ্পে রূপান্তর করা হয়? ক. পেট্রোল ট্যাংকে খ. দহন প্রকোষ্ঠে গ. সিলিন্ডারে ঘ. কার্বুরেটরে ৪। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটরের কাজ কী? ক. পেট্রোলকে বাষ্পীভূত করা খ. পেট্রোলকে নির্দিষ্ট চাপে রাখা গ. পেট্রোল ও বায়ুর মিশ্রণের দহন ঘটানো ঘ. আগমন ও নির্গম বাল্ব ওঠানামা করানো ৫। যে ক্ষুদ্রতম ডায়নামো থেকে তড়িত্ প্রবাহ সরবরাহ করে দহন প্রকোষ্ঠে স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তার নাম কী? ক. কার্বুরেটর খ. স্পার্কপ্লাগ গ. ম্যাগনেটো ঘ. থ্রোটালভাল্ব ৬. ম্যাগনেটো কী? ক. ক্ষুদ্র চুম্বক খ. ক্ষুদ্র ডায়নামো গ. সিরামিক চুম্বক ঘ. ফেরো চৌম্বক ৭. পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারে সাধারণত কয়টি ভালভ থাকে? ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি ৮. ড. অটো কত সালে পেট্রোল ইঞ্জিন সফলতার সঙ্গে প্রথম চালু করেন? ক. ১৭৮৬ খ. ১৮৮৬ গ. ১৮৯৬ ঘ. ১৮৫০ সালে৯. পেট্রোল ইঞ্জিন সফলতার সঙ্গে প্রথম চালু করেন কে? ক. জেমস ওয়াট খ. ড. অটো গ. কেলভিন ঘ. কার্নো ১০. পেট্রোল ইঞ্জিনের একটি পূর্ণচক্রে মোট ঘাতের সংখ্যা কত? ক. একটি খ. দুটি গ তিনটি ঘ. চারটি ১১. অন্তর্দহন ইঞ্জিনে কার্যকর ঘাতের সংখ্যা কয়টি? ক. দুই খ. এক গ. তিন ঘ. চার ১২. একটি চতুর্ঘাত ইঞ্জিনের দ্বিতীয় ঘাতে দাহ্য মিশ্রণের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়? ক. 1600C খ. 2000C গ. 600C ঘ. 200C ১৩. পেট্রল ইঞ্জিনের কার্যকর ঘাতের মিশ্রণের তাপমাত্রা কততে উন্নীত হয়? ক. প্রায় 2000C খ. প্রায় 1600C গ. 900C ঘ. প্রায় 600C.সঠিক উত্তর: অধ্যায়-১১: ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮ ক। অধ্যায়-১২: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক।