সিলেটে কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৬০%

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা।
ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের কৃষি ও কৃষিপ্রধান সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩০০ জনের ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এর মধ্যে আজ পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৯৮০ জন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরীক্ষা শুরুর পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক এম. রাশেদ হাসনাত, মো. আসাদ-উদ-দৌলা, মৃত্যুঞ্জয় কুণ্ড, মো. শাহ আলমগীর, মো. মেহেদী হাসান খান ও স্নেহাংশু শেখর চন্দ, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক মো. বদরুজ্জামান ও মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়া সাত বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কৃষিসংক্রান্ত কিছু বিষয়), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৪১৯ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মোট ৪৩১ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন।