স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়
ছবি: সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অতিরিক্ত রেজিস্ট্রার ফারুখ কবীর উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার ফজলে রব, অ্যাডভাইজর (স্টুডেন্ট ওয়েলফেয়ার) রেহানা আক্তারসহ সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।


পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এ ছাড়া ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারকচিত্রের প্রদর্শনী হয়।