হিসাববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

২০. সমাপনী দাখিলার দ্বারা বন্ধ করা হয়—

i.আয় হিসাব

ii. উত্তোলন হিসাব

iii. মালিকানা স্বত্ব হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. বিক্রয় বইতে বিক্রয় মূল্যের সঙ্গে যোগ

করা হয়—

i. বিমা খরচ ii. বিক্রয় পরিবহন

iii. প্যাকিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আনোয়ার ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১,০০,০০০ টাকার মজুদ পণ্য নিয়ে চট্টগ্রামের ইস্পাহানী সি গেইটে একটি মনিহারি দোকান শুরু করেন। ওই মাসে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে নিচের লেনদেনগুলো সম্পাদিত হয়।

জানু. ৪ জনাব আলমের নিকট বিক্রয় ১০,০০০ টাকা; ১০ পণ্য ক্রয় ১৫,০০০ টাকা; ১৫ ধারে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা; ২২ হাবিবের নিকট থেকে নগদে প্রাপ্তি ৮,০০০ টাকা; ২৯ পণ্য ফেরত দেওয়া হলো ৫,০০০ টাকা।

২২. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব আনোয়ারের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে।

ক. নগদে বিক্রয় খ. ধারে বিক্রয়

গ. পণ্য ফেরত দেওয়া হলো

ঘ. মজুদ পণ্য

২৩. উপরিউক্ত তথ্যের ৪ ও ১৫ তারিখের লেনদেনগুলো কোন জাবেদা বইয়ে সংরক্ষণ করা হবে?

ক. ক্রয় জাবেদায় খ. ক্রয় ফেরত জাবেদায়

গ. বিক্রয় জাবেদায়

ঘ. বিক্রয় ফেরত জাবেদায়

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. গ


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা