হিসাববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৭

১৫. সাধারণত কোনটির ডেবিট ব্যালেন্স হয়?

ক. বিক্রয় হিসাব

খ. দেনাদার হিসাব

গ. ঋণ হিসাব

ঘ. মূলধন হিসাব

১৬. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে?

ক. নগদান হিসাব

খ. ক্রয় হিসাব

গ. আসবাব হিসাব

ঘ. মূলধন হিসাব

১৭. হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে, কী প্রকাশ করবে?

ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত

গ. সম্পদ ঘ. খরচ

১৮. সি/ডি বলতে কী বোঝায়?

ক. সম্মুখে নীত

খ. ওপর থেকে আনীত

গ. নিচে নীত

ঘ. পেছন থেকে আনীত

১৯. জনাব অনিক নগদ ৫০,০০০ টাকা ও ৭০,০০০ টাকার আসবাব নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। আনিকার কাছে বিক্রয় ৪০০০ টাকা, ভাড়া প্রদান করা হলো ৫০০০ টাকা। নগদান হিসাব জের কত?

ক. ৪০,০০০ টাকা

খ. ৪৫,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ১, ১৫, ০০০ টাকা

২০. বাস্তব ক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?

ক. চলমান জের ছক

খ. স্থায়ী জের ছক

গ. ‘T’ ছক

ঘ. সাতঘরা খতিয়ান ছক

২১. ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট ব্যালেন্স

কী হয়?

ক. কারবারের আয়

খ. কারবারের বিনিয়োগ

গ. কারবারের সম্পদ

ঘ. কারবারের দায়

২২. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হলে, কোনটি প্রকাশ করবে?

ক. ডেবিট ব্যালেন্স

খ. ক্রেডিট ব্যালেন্স

গ. সম্পদ ঘ. দায়

২৩. সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. বি/ডি খ. সি/ও

গ. বি/এফ ঘ. সি/ডি

২৪. জনাব হাসান মাল বিক্রয় করেন ৬০,০০০ টাকা এবং মাল ক্রয় করেন ৫০,০০০ টাকা। তাঁর নগদান হিসাবের উদ্বৃত্ত কত?

ক. ১০,০০০ টাকা

খ. ৫০,০০০ টাকা

গ. ৬০,০০০ টাকা

ঘ. ১,১০,০০০ টাকা

২৫. ব্যালেন্স C/D-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Carried Down

খ. Dray Down

গ. Carried Downward

ঘ. Cross Down

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা