হিসাববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৭

২৬. ব্যালেন্স বি/ডি বলতে কোনটি বোঝায়?

ক. পেছনে নীত

খ. নিচে নীত

গ. পেছন থেকে আনীত

ঘ. নিচে নীত

২৭. সি/এফ কথাটির অর্থ কী?

ক. ওপর থেকে আনীত

খ. সম্মুখে নীত

গ. পেছন থেকে আনীত

ঘ. নিচে নীত

২৮. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

২৯. খতিয়ানের চলমান জের ছকের অন্য নামটি কী?

ক. ‘টি’ ছক

খ. চারঘরা খতিয়ান ছক

গ. বিশেষায়িত ছক

ঘ. সনাতন ছক

৩০. B/D-এর পূর্ণ রূপ কী?

ক. Bring Down

খ. Brought Down

গ. Bear Down

ঘ. Bought Down

৩১. B/F-এর পূর্ণ রূপ কী?

ক. Brought Forward

খ. Borrowed Farrowed

গ. Bring Forward

ঘ. Brought From

৩২. বি/ডি দ্বারা কী বোঝায়?

ক. ওপর থেকে নিচে

খ. ওপর থেকে আনীত

গ. নিচে নীত

ঘ. পেছন থেকে আনীত

৩৩. খতিয়ান থেকে জানা যায়—

i. মোট আয়

ii. মোট ব্যয়

iii. মোট সম্পদ ও মোট দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. মূল হিসাব নামে অভিহিত করা হয়—

i. শুধু দেনাদার হিসাব

ii. শুধু পওনাদার হিসাব

iii. শুধু ক্রয় হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে—

i. সম্পদ ii. খরচ

iii. আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. একই অর্থবোধক হলো—

i. জের টানা

ii. সমতাপ্রাপ্ত

iii. ব্যালেন্সিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়—

i. সারিবদ্ধভাবে

ii. শ্রেণিবদ্ধভাবে

iii. তারিখের ক্রমানুসারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. খ

৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ক


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা