অধ্যায় ৯
১৫. পাওনাদার হিসাবকে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা দিয়ে সিআর করা হলো এবং দেনাদার হিসাবে ৫০০ টাকাকে ৪০০ টাকা দ্বারা ডিআর করা হলো। এ ক্ষেত্রে ভুলটিকে কী বলা হয়?
ক. লেখার ভুল
খ. বাদ পড়ার ভুল
গ. নীতিগত ভুল
ঘ. পরিপূরক বা সম্পূরক ভুল
১৬. সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিলে কোনটি অন্তর্ভুক্ত হবে না?
ক. প্রারম্ভিক মজুত পণ্য
খ. সমাপনী মজুত পণ্য
গ. বিক্রয়
ঘ. প্রারম্ভিক মজুত পণ্য ও বিক্রয়
১৭. যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট না করে ভুলবশত মেরামত হিসেবে ডেবিট করা হয়—এটি কোন ধরনের ভুল করেছে?
ক. লেখার ভুল
খ. বেদাখিলার ভুল
গ. বাদ পড়ার ভুল
ঘ. নীতিগত ভুল
১৮. ফারিয়া এন্টারপ্রাইজের হিসাবরক্ষক যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি হিসেবে ডেবিট না করে মজুরি হিসেবে ডেবিট করায় কোন ধরনের ভুল করেছে?
ক. করণিক ভুল খ. পরিপূরক ভুল
গ. নীতিগত ভুল ঘ. লেখার ভুল
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা