হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১৯. অনুমোদিত মূলধন হতে যে পরিমাণ মূলধন সংগ্রহের জন্য জনগণের কাছে শেয়ার বিক্রয়ের আহ্বান জানিয়ে প্রচারপত্র প্রকাশ করা হয়, সেই মূলধনকে কী বলা হয়?

ক. বিলিকৃত মূলধন

খ. ইস্যুকৃত মূলধন

গ. তলবকৃত মূলধন

ঘ. অনুমোদিত মূলধন

২০. কোম্পানি আইন অনুসারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবহারের সর্বোচ্চ হার কত?

ক. ৫% খ. ১০%

গ. ১৫% ঘ. ২০%

২১. শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত?

ক. ১০% খ. ১৫%

গ. ২০% ঘ. ২৫%

২২. কোম্পানির শেয়ার অধিহারকে কী বলে?

ক. মুনাফা জাতীয় আয়

খ. মূলধন জাতীয় আয়

গ. মুনাফা জাতীয় ব্যয়

ঘ. মূলধন জাতীয় ব্যয়

২৩. বাট্টায় শেয়ার ইস্যুকরণকে কী বলে?

ক. অভিহিত মূল্যের থেকে কম মূল্যে শেয়ার ইস্যু করা

খ. অভিহিত মূল্যের থেকে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা

গ. অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা

ঘ. অধিহারে শেয়ার ইস্যু করা

২৪. শেয়ার অবহার কী ধরনের সম্পত্তি?

ক. স্থায়ী

খ. চলতি

গ. অলীক

ঘ. অস্পর্শনীয়

২৫. পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অবলেখক কী পান?

ক. কমিশন খ. বাট্টা

গ. মুনাফা ঘ. সুদ

২৬. দেশের আইনসভা বা প্রেসিডেন্টের বিশেষ আদেশ বলে গঠিত ও পরিচালিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। যেমন—

i. বিআরটিএ

ii. বিসিআইসি

iii. ডব্লিউএএসএ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৯. খ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. ঘ


বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা