অমিক্রনের ছায়া ভিকি-ক্যাটের বিয়ের আসরে!
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েতেও করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাব পড়তে চলেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার এই নতুন ধরন নিয়ে রীতিমতো চিন্তিত দুই পরিবার। আর তাই তাঁরা তাঁদের বিয়েকে ঘিরে নতুন পরিকল্পনা করতে চলেছেন।
ব্রিটিশ বংশোদ্ভূত ক্যাটরিনা কাইফের বিয়েতে একঝাঁক বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা। অমিক্রনের কারণে সরকারের নতুন নিয়মাবলি আসার পর সংশয়ে ক্যাটের পরিবার। আন্তর্জাতিক অতিথির তালিকায় এই বলিউড নায়িকার পরিবার ছাড়াও পেরুর চিত্রগ্রাহক মারিনো টেস্টোনির নাম আছে। এই বিদেশি খ্যাতনামা চিত্রগ্রাহক ক্যাট আর ভিকির বিয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করবেন বলে খবর।
আর তাই ক্যাট তাঁর অতিথির তালিকায় কাটছাঁট করছেন বলে জানা গেছে। এদিকে ভিকি আর ক্যাটের বিয়ের আমন্ত্রিত অতিথির তালিকায় নতুন নাম হিসেবে ঢুকেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। খবর অনুযায়ী, রাজস্থানে আয়োজিত এই বিয়েতে স্ত্রী আনুশকা শর্মা আর কন্যা ভামিকাকে নিয়ে হাজির থাকবেন বিরাট।
এর আগে ‘জিরো’ ছবিতে ক্যাটরিনা আর আনুশকাকে একসঙ্গে দেখা গেছে। এখন পর্যন্ত করণ জোহর, ফারাহ খান, জোয়া আখতার আর চিত্রপরিচালক শশাঙ্ক খৈতান বিয়েতে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন বলে খবর।
এদিকে খবর যে ফারাহ আর করণ ৭ ডিসেম্বর এই হবু বলিউড দম্পতির সংগীত অনুষ্ঠান কোরিওগ্রাফি করতে চলেছেন। জোয়া ক্যাটরিনার পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন।
এ ছাড়া শাহরুখ খান, বরুণ ধাওয়ান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কবির খান, মিনি মাথুরসহ আরও অনেক বিটাউন তারকার নাম এই তালিকায় আছে। এই বিয়েতে কিং খান সপরিবার আমন্ত্রিত হয়েছেন। তবে শোনা যাচ্ছে, শাহরুখ একাই ভিকি-ক্যাটের বিয়েতে উপস্থিত থাকবেন।
রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ৭ থেকে ৯ ডিসেম্বর ভিকি আর ক্যাটরিনার বিয়ের সব অনুষ্ঠান হবে।
জানা গেছে, দুই পরিবারের পক্ষ থেকে এই এলাকার আশপাশে অতিথিদের জন্য ৪৫টির মতো হোটেল বুক করা হয়েছে। এদিকে আবার কানাঘুষো শোনা যাচ্ছে ভিকি আর ক্যাটরিনা প্রথমে মুম্বাইতে আইনিভাবে বিয়ের পর্ব সেরে ফেলবেন। এরপর রাজস্থানে গিয়ে তাঁরা সব হিন্দু রীতিনীতি মেনে ধুমধাম করে বিয়ে করবেন।