আবারও বিয়ের পিঁড়িতে রথি

দ্বিতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন চলচ্চিত্র ও টিভির অভিনেত্রী রথি কানিজ। আজ শুক্রবার রাত নয়টায় রথির উত্তরার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। সৈয়দ নজরুল ইসলাম বিপু নামের এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। যশোরের সুন্দরপুরের ছেলে বিপু পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। অন্যদিকে রথি তিন বোনের মধ্যে সবার ছোট। রথিরও গ্রামের বাড়ি যশোরে। দ্বিতীয়বারের মতো বিয়ে প্রসঙ্গে রথি বলেন, ‘বিপুর সঙ্গে আমার পরিচয় প্রায় সাত-আট মাস আগে ফেইসবুকের মাধ্যমে। তারপর আস্তে আস্তে নিজেদের মধ্যে বোঝাপড়াটা পরিষ্কার হয়। মাস দু-এক হলো আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিষয়টা পারিবারিকভাবেই এগিয়েছে।’সম্প্রতি চান্দা মাহজাবিনের ‘আয়নাঘর’, নূর হোসেন দিলুর ‘উড়ালপঙ্খী মন’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘গ্র্যাজুয়েট’, মাসুদ আকন্দের ‘চেম্বার ৪৯’সহ আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন রথী। চলচ্চিত্রে রথির যাত্রা শুরু হয় সুভাষ দত্তের ‘আগমন’ ছবির মাধ্যমে। এরপর তিনি মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন।রথি আরও বলেন, ‘বিপুর পরিবারের সবাই কানাডায় থাকে। আমাদেরও খুব শিগগির সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তা ছাড়া কোরবানি ঈদের পরই ডিসেম্বরের দিকে মালদ্বীপে মধুচন্দ্রিমায় যাবেন এবং সেখান থেকে এসেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানান রথি।উল্লেখ্য, রথী ১৯৯১ সালে ব্যান্ডতারকা জেমসকে বিয়ে করেছিলেন। ২০০২ সালে তাদের ওই বিয়ের সমাপ্তি হয়। রথির আবরার এবং জান্নাত নামের দুটি সন্তান রয়েছে। তাঁর ছেলের বয়স ১৪ এবং মেয়ের বয়স ৮ বছর।এটি বিপুরও দ্বিতীয় বিয়ে। তিন বছর আগে তার বিবাহ-বিচ্ছেদ ঘটে। বিপুরও ১২ বছরের একটি মেয়ে রয়েছে।