আবার শুরু হচ্ছে ‘বিস্ময়কর সবকিছু’

‘বিস্ময়কর সবকিছু’ নাটকের দৃশ্য
সংগৃহীত

আবার শুরু হচ্ছে নাটক ‘বিস্ময়কর সবকিছু’। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান স্পর্ধার ফেসবুক পেজ থেকে এটি জানানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ধানমন্ডিতে হবে পরবর্তী প্রদর্শনী।
ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দর্শকদের ব্যাপক আগ্রহের ভিত্তিতে, করোনাভাইরাসবিষয়ক সকল স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে, “বিস্ময়কর সবকিছু” নাটকের প্রদর্শনী পুনরায় শুরু হতে যাচ্ছে। ফিরে আসছি আমরা, ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ধানমন্ডিতে।’

পোস্টে জানানো হয়, প্রদর্শনী দেখতে হলে করোনার টিকা সনদ দেখাতে হবে। তাই দর্শকদের প্রদর্শনীর সময় করোনার টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে নাটকটির অভিনেত্রী মহসিনা আক্তার করোনায় আক্রান্ত হওয়ায় ২১ জানুয়ারির প্রদর্শনী স্থগিত করা হয়েছিল।
এবার তারা জানিয়েছে, যেসব দর্শক গত ২১ জানুয়ারির টিকিট সংগ্রহ করেছিলেন এবং টিকিটের মূল্য ফেরত নেননি, তাঁরা এ প্রদর্শনী দেখতে পারবেন। যাঁরা টিকিট সংগ্রহ করেননি, তাঁরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

মিলনায়তনে নয়, এই শহরের নানান বাড়ির বসার ঘরেই প্রদর্শিত হচ্ছে নাটক ‘বিস্ময়কর সবকিছু’
সংগৃহীত

ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ নাটকটি অনুবাদ, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। বাংলায় এর নামকরণ করা হয়েছে ‘বিস্ময়কর সবকিছু’। অভিনয়ে মহসিনা আক্তার।