উতলা মন

উতলা মন ছবির দৃশ্য
উতলা মন ছবির দৃশ্য

উতলা মন একটি ত্রিভুজ প্রেমের ছবি—জানালেন ছবির পরিচালক আবদুল আউয়াল। রোমান্টিক প্রেমের গল্প হলেও ছবিটি অ্যাকশননির্ভর। আউয়াল কথাচিত্রের ব্যানারে তৈরি ছবিটি কাল ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অভিনয় করেছেন আরিয়ান শাহ, মণিকা, নীড়, মিশা সওদাগর, মিজু আহমেদ, সুচরিতা, আসিফ ইকবাল প্রমুখ।
সব কটি গানের কথা লিখেছেন আবদুল আউয়াল, সুর ও সংগীত পরিচালনা করেছেন পারভেজ রব। গানে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন, আফরোজা বেলি, প্রতীক হাসান, রাজীব। আবহ সংগীত করেছেন আলী আকরাম।