উদ্বাস্তু শিবিরে 'সীমান্তরেখা'

১৯৪৭ সালের দেশভাগ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র সীমান্তরেখা
১৯৪৭ সালের দেশভাগ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র সীমান্তরেখা

চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল তৈরি করছেন ’৪৭ সালের দেশভাগ নিয়ে সীমান্তরেখা নামে একটি প্রামাণ্যচিত্র। দুই ঘণ্টার প্রামাণ্যচিত্রে ’৪৭-এর বাংলা ভাগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তাত্পর্য তুলে ধরা হবে।
এ পর্যন্ত ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। সীমান্তরেখার প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের জুন মাসে শেষ হবে ছবিটির কাজ।
সীমান্তরেখার দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, নাটোর, বগুড়া, বরিশাল, খুলনা, যশোরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এর শুটিং হয়েছে। ভারতের কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ত্রিপুরার আগরতলা, আসামের করিমগঞ্জ, শিলচর ও ধুবড়ীতেও দৃশ্য ধারণ করা হয়েছে এ প্রামাণ্যচিত্রের। ভারতে শুটিংয়ের এক বড় অংশজুড়ে ছিল রানাঘাটের কুপার্স উদ্বাস্তু শিবির, ধুবুলিয়া উদ্বাস্তু শিবির, উত্তরপাড়ার ভদ্রকালী ক্যাম্প ও হাবড়ার উদ্বাস্তু শিবির। এ ছাড়া ছত্তিশগড়ের দণ্ডকারণ্য উদ্বাস্তু ক্যাম্পেও শুটিং হয়েছে সীমান্তরেখার।