কী দেখবেন, কোথায় দেখবেন

‘রেড নোটিশ’ ছবির পোস্টার
সংগৃহীত

রেড নোটিশ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
এফবিআইয়ের চৌকস কর্মকর্তা জন হার্টলির কাঁধে পড়েছে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন শিল্পকর্ম চোর দ্য বিশপকে ধরার কাজ। জন এ কাজে সহযোগিতা চান আরেক শিল্পকর্ম চোর নোলান বুথের। চোর ধরার ইঁদুর-বিড়াল খেলায় এগিয়ে যায় গল্প। অ্যাকশন, থ্রিলার, শিল্প, রোমাঞ্চ, ভ্রমণ—অনেক কিছুর সমাহার এ ছবি। অভিনয়ে ডোয়াইন জনসন, রায়ান রেনল্ডস ও গাল গ্যাদত।

‘অলওয়েজ জেন’ ওয়েব সিরিজের পোস্টার
সংগৃহীত

অলওয়েজ জেন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
জেন থাকে নিউ জার্সিতে। তার শৈশবের বেড়ে ওঠা সুখকর নয়। কারণ, সে একজন ট্রান্সজেন্ডার শিশু। এই ছোট্ট শহরে সে নিজের পরিচয়সংকটে ভোগে। কিন্তু ঠিক উল্টো পরিবেশ তার ঘরে। মা–বাবার কাছে সে কেবল সন্তানই। ট্রান্সজেন্ডার হিসেবে তাকে অন্য চোখে দেখেন না তারা। একদিকে পরিবারের ভালোবাসা, অন্যদিকে শহরের অন্য সবার তাচ্ছিল্য—এগিয়ে যায় সিরিজের গল্প।

‘স্কোয়াড’ ছবির পোস্টার
সংগৃহীত

স্কোয়াড
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
একজন নেভি কমান্ডো কর্মকর্তার সঙ্গে এক অনাথ শিশুর সম্পর্ক নিয়ে ছবির গল্প। স্কোয়াড ভারতীয় প্রথম ছবি, যার চিত্রগ্রহণ করা হয়েছে বেলারুশে। অ্যাকশন ঘরানার এ ছবিতে অভিনয় করেছেন রিনজিং ডেনজংপা, মালবিকা রাজ ও পূজা বাত্রা।

‘টাইগার কিং টু’ ওয়েব সিরিজের পোস্টার
সংগৃহীত

টাইগার কিং টু
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৭ নভেম্বর
যুক্তরাষ্ট্রের এক তুখোড় প্রাণিপ্রেমীর জীবনকে ঘিরে গড়ে উঠেছে এ প্রামাণ্যচিত্র সিরিজ। জো এক্সোটিক। যিনি একসময় গড়ে তুলেছিলেন জি ডব্লিও জু নামে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা। যেখানে দুই শতাধিক বাঘ এবং অনেকগুলো বাঘ–জাতীয় প্রাণী ছিল। তাকে বলা হতো বিশ্বের অন্যতম বাঘ বিশেষজ্ঞ। তার আলোচিত-সমালোচিত জীবনকে ঘিরে গড়ে উঠেছে সিরিজের গল্প। প্রথম মৌসুম প্রচারিত হওয়ার পর বেশ জনপ্রিয় হয়। এবার আসছে দ্বিতীয় মৌসুম।

‘জঙ্গল ক্রুজ’ ছবির পোস্টার
সংগৃহীত

জঙ্গল ক্রুজ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট অভিনীত রোমাঞ্চে ভরপুর ফ্যান্টাসি ছবি জঙ্গল ক্রুজ মুক্তি পেয়েছিল এ বছরেরই জুলাইয়ে। করোনাকালেও বক্স অফিসে বেশ আয় করে ছবিটি। এবার দেখা যাবে ওটিটিতে।