গাহি সাম্যের গান
গুলশান ক্লাবে আজ আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান ‘গাহি সাম্যের গান’। অনুষ্ঠানে গান গাইবেন শাহীন সামাদ, নাশিদ কামাল, ফাতেমা-তুজ-জোহরা, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, সানী জুবায়ের, খিলখিল কাজী ও সজীব। আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম, রোকেয়া প্রাচী, আহকামউল্লাহ। সঞ্চালনা করবেন অধ্যাপক রফিকুল ইসলাম ও কেয়া চৌধুরী। এসএ টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।