চট্টগ্রাম মাতালো চরকি

সংগীত পরিবেশন করেন খৈয়াম সানু সন্ধি, অবন্তি সিঁথি ও বহ্নি হাসান
ছবি: প্রথম আলো

শুক্রবারের সন্ধ্যাটা একেবারে অন্যরকম। আলো ঝলমলে মঞ্চ। কানায় কানায় পূর্ণ মিলনায়তন। মোহনীয় সাজ-পোশাকে মডেলদের পরিবেশনা। সবাই মজে ছিলেন অনবদ্য আয়োজনে। একফাঁকে ঘোষণা আসে মঞ্চে উঠবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির দল। সবার ভাবনা কী হবে তারপর!

চমক নিয়ে হাজির হন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জা, শিল্পী খৈয়াম সানু সন্ধি, অবন্তি সিঁথি ও বহ্নি হাসান। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দর্শকের মধ্যে। হাওয়ায় ভেসে আসে চরকি, চরকি, চরকি জয়োধ্বনি।

তাঁরা সবাই এসেছিলেন চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর বে ভিউয়ের মোহনা হলে। উপলক্ষ বার্জার-প্রথম আলো ঈদ ফ্যাশন শো। এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আয়োজনে উপস্থিত ছিলেন নানা পেশার আমন্ত্রিত অতিথিরা।

১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রথম আলো। প্রতিষ্ঠার ২৩ বছরের মধ্যে এবার বসে ২১তম আসর। শুধু দুবার এই প্রতিযোগিতা হয়নি। করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে এই প্রতিযোগিতা বন্ধ ছিল। তবে এবার অপেক্ষা ঘুচল। ডিজাইনাররা হাজির হন মনরাঙানো সব পোশাক নিয়ে।

শুক্রবারের আয়োজনে মঞ্চে উঠে রেদওয়ান রনি বলেন, দেশের জল-হাওয়ায় গড়ে ওঠা গল্প-চরিত্রগুলো চরকিতে জায়গা করে নিয়েছে। বিশ্ব এখন ওটিটি প্ল্যাটফর্মের। চরকি যেন বিশ্বে মেড ইন বাংলাদেশ। চরকিতে একসঙ্গে উত্তম-সুচিত্রার ১৭টি সিনেমা রিলিজ করা হয়েছে। প্রতিমাসে থাকছে নতুন সব কনটেন্ট। ইতিমধ্যে এসব কনটেন্ট মানুষের মন কেড় নিয়েছে। জিতে নিয়েছে নানা পুরস্কার। ঈদে থাকছে নানা চমক।

তমা মির্জা ও রায়হান রাফি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, চট্টগ্রামে এক দারুণ আয়োজন হয়ে গেল। চরকির পুরো টিম হাজির হয়েছে। চরকিতে ঘরে বসে সব ধরণের চলচ্চিত্র দেখা যায়। এ এক নান্দনিক অভিজ্ঞতা। সিনেমাপ্রেমীদের আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে চরকি। বৈচিত্রময় গান, গল্প আর চরিত্রের সংমিশ্রণ থাকে কনটেন্টগুলোতে। এ ঈদে থাকবে নতুন নতুন সিনেমা। কথামালার পর গানে গানে দর্শকদের মাত করেন সন্ধি, অবন্তি আর বহ্নি।