চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট তৈরির কর্মশালা
সামাজিক ইস্যু নিয়ে চলচ্চিত্র আর ওয়েব কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে ২০ তরুণ নির্মাতাকে নিয়ে হয়ে গেল এক কর্মশালা। ঢাকার অদূরে পূর্বাচলের একটি অবকাশযাপন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে দুই দিনের এ কর্মশালা। প্রশিক্ষক ছিলেন ‘মাটির প্রজার দেশে’র পরিচালক বিজন ইমতিয়াজ এবং নির্বাহী প্রযোজক আরিফুর রহমান।
১ থেকে ৩ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রথম অংশ। পরে আজ থেকে ২ দিনের আবাসিক কর্মশালায় যোগ দিয়েছে অংশগ্রহণকারীরা। এই কর্মশালার প্রথম দিন বিভিন্ন গেমের মাধ্যমে চলচ্চিত্র প্রকল্প উন্নয়ন করে তারা। বিকেলে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির অধিবেশনের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের কর্মশালা। সেখানে রেদওয়ান রনি বাংলাদেশে ওটিটি প্লাটফর্মের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এরই সঙ্গে চরকির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।
তরুণ নির্মাতা তাবাসসুম ইসলাম জানান এ ধরনের কর্মশালায় অন্য নির্মাতাদের চিন্তাধারা সম্পর্কে জানা যায়, যা আমাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যালামনাই থিমেটিক ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেমিনার অনুষ্ঠিত হয় ২০১৯ সালের নভেম্বরে কাজাকিস্তানে। যেখানে অংশ নেন বাংলাদেশের তিনজন—আঙ্গুর নাহার, এলিটা করিম ও শাহলা ইসলামসহ বিশ্বের ৩২ জন প্রতিনিধি। সেই সেমিনার থেকে এই কর্মশালার সূচনা। কর্মশালায় সহযোগিতায় রয়েছে ড্রিম অন ও ফাইনাল ড্রাফট।
বাংলাদেশের পক্ষে কর্মশালার প্রকল্প প্রধান শাহলা ইসলাম জানান, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রায়ই প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই অবস্থা সামলে সৃজনশীল কাজ করার আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার কর্মশালাটি শেষ হবে অংশকারীদের ফিল্ম পিচিংয়ের মাধ্যমে। যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্লাটফর্মের প্রধান ব্যক্তিরা।