চলে গেলেন দিলীপ রায়

প্রখ্যাত অভিনেতা ও পরিচালক দিলীপ রায় (৭৯) আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় তিনি ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। দিলীপ রায় ছিলেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় যুগের এক শক্তিশালী অভিনেতা। এঁদের সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। দিলীপ রায় প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন। তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে মন মানে না, হিমঘর, সংঘর্ষ, নটী বিনোদিনী, তোমার রক্তে আমার সোহাগ, মায়া মমতা, অভাগিনী, নবাব, দেবতা, ওরা চারজন, উর্বশী, নীলকান্ত, অমৃত কুম্ভের সন্ধানে ইত্যাদি। দিলীপ রায় বিয়ে করেননি। তবে তিনটি ছেলে ও একটি মেয়েকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করেছেন। দুপুরে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়ে নন্দন চত্বরে। বিকেলে পিজি হাসপাতালে তাঁর দেহ আনুষ্ঠানিকভাবে দান করা হয়। দিলীপ রায় ১৯৩১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।