ছোট চোখের বড় স্বপ্ন
‘ছোট চোখের বড় স্বপ্ন’ এই স্লোগানে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় জাতীয় শিশু আলোকচিত্র উৎসব ২০১৯’।
উৎসব পরিচালক রাফিদ আরিয়ান জানিয়েছেন, তিন দিনের এই উৎসবে প্রদর্শিত হচ্ছে সারা দেশ থেকে শিশুদের পাঠানো বিভিন্ন আলোকচিত্র। এবার উৎসবে ১ হাজার ৭৭২টি ছবির মধ্যে নির্বাচিত সেরা ৬৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। এবার উৎসবের প্রতিযোগিতা বিভাগে রয়েছে দুটি ক্যাটাগরি। দেওয়া হবে তিনটি ‘সেরা আলোকচিত্র পুরস্কার’ এবং একটি বিশেষ সম্মাননা। প্রতিযোগীদের মধ্যে সর্বকনিষ্ঠ আলোকচিত্রীকে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে দেওয়া হবে তিনটি করে স্মারক সম্মাননা।
এবার উৎসবে বিচারক হিসেবে ছিলেন আলোকচিত্রী গোলাম মোস্তফা এবং ফটো সাংবাদিক মশিউর রহমান পারভেজ।
প্রথম দিন সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিশুদের সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। এই উৎসব শেষ হবে আগামীকাল রোববার। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব খোলা থাকবে সবার জন্য।