নীল প্রজাপতি
এনটিভিতে আজ বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি নীল প্রজাপতি। যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন। পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ, মুনিরা মিঠু প্রমুখ। সমুদ্র আর নিতু স্বামী-স্ত্রী সেজে ক্যামেরার সামনে দাঁড়ায়। নিতুর কাছ থেকে তার পরিচয় পেয়ে চমকে ওঠে সমুদ্র। শুরু হয় সংকট।