বচ্চনদের গোপন বচন

আচ্ছা, আপনি কি জানেন, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একটি গোপন ভাষা আছে? না না, ছোটবেলায় কোনো কথা গোপন রাখার জন্য প্রতিটি শব্দের আগে ‘টি’ অথবা ‘পি’ ব্যবহার করে যেভাবে বলতাম আমরা, বচ্চনদের বচন ঠিক তা নয়৷ সবুর করুন, এখনই জানতে পারবেন, কী সেই গোপন ভাষা৷ বিদেশিদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ যদি গোপন কিছু বলতে হয়, তখন তাঁরা ব্যবহার করেন বাংলা ভাষা৷ জয়া বচ্চন তো বাঙালি, আর অমিতাভ উত্তর প্রদেশের এলাহাবাদের ছেলে হলেও চাকরিসূত্রে কয়েক বছর ছিলেন কলকাতায়৷ আর কলকাতার জামাই হিসেবে বাংলাটা তো জানতেই হয় তাঁর!
ফারহানা হাসান
সূত্র: ফিল্মফেয়ার