বাবার কথায় আগেও গান গেয়েছেন ইশরাক নাওয়ার প্রেরণা। গেয়েছেন আইয়ুব বাচ্চুর সুরেও। ‘কাঁধে ভারী ব্যাগ’ শিরোনামের সেই গান ২০১৫ সালে এবি কিচেনে আইয়ুব বাচ্চুর সংগীত পরিচালনায় রেকর্ডও হয়েছিল। তাঁর প্রয়াণের দ্বিতীয় বর্ষে প্রকাশিত হয় সেই গান। এবার গাওয়ার পাশাপাশি সুরও করলেন প্রেরণা। ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’তে গানটি শুনতে পাবেন শ্রোতারা।
গীতিকবি কবির বকুল ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর বড় মেয়ে প্রেরণা। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জয় শাহরিয়ারের স্টুডিও আজব রেকর্ডসে গানটির রেকর্ড হয়।
জয় শাহরিয়ার জানান, এই গানের ধরনটা একটু জ্যাজ। আর প্রেরণার গায়কির ধরনটাও ভিন্ন। গেয়েছেনও খুব ভালো। প্রেরণার পাশাপাশি জয় শাহরিয়ারের কণ্ঠেও গানটির একটি ভার্সন থাকবে। ‘শ্যাডো অ্যান্ড ডার্ক’ শিরোনামের গানটিতে গিটার বাজিয়েছেন রাজীব ঘোষ। আনিসুর রহমান মিশু প্রযোজিত ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’ পরিচালনা করছেন সুমন ধর।
প্রেরণা জানান, বাবার লেখা গানে আগে কণ্ঠ দিলেও সুর করেছেন এই প্রথম। এমনিতে বাসায় বসে বসে গিটারে নিত্যনতুন সুর তোলেন। কিন্তু কখনো তা স্টুডিওতে গিয়ে রেকর্ড করা হয়নি। প্রেরণা বলেন, ‘আমি নিজে গান লিখেছি এবং সেগুলোয় সুরও করছি। রেকর্ড করার মতো অবস্থা হয়নি। তাই এই অভিজ্ঞতা ছিল একেবারেই অন্য রকম।’