শুটিংয়ে অসুস্থ নুসরাত ফারিয়া

বান্দরবানে প্রেমি ও প্রেমি ছবির শুটিংয়ে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
বান্দরবানে প্রেমি ও প্রেমি ছবির শুটিংয়ে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া l ছবি: প্রথম আলো
নুসরাত ফারিয়া l ছবি: প্রথম আলো

লন্ডন থেকে উড়াল দিয়ে এসেছিলেন ঢাকায়। কোনো ধরনের বিশ্রাম ছাড়াই বান্দরবানে যোগ দিয়েছিলেন জাকির হোসেন রাজুর প্রেমি ও প্রেমি ছবির শুটিংয়ে। কিন্তু সেটা ঠিক সুখকর হলো না নুসরাত ফারিয়ার জন্য। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় শুটিংস্পটেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। তাৎক্ষণিকভাবে বান্দরবানে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়া হয়। এরপর আবারও কাজ শুরু করেন ফারিয়া। একপর্যায়ে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে পরিচালককে শুটিং স্থগিত করতে হয়। গত শুক্রবার রাতে ফারিয়াসহ ছবির পুরো ইউনিট চলে আসে ঢাকায়।
ফারিয়া এখন তাঁর ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছেন। গতকাল শনিবার সকালে তিনি বললেন, ‘গত কয়েক মাস আমার ওপর দিয়ে একরকম ঝড় বয়ে গেছে। অনেক কাজ করতে হয়েছে। সিনেমার শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং সিনেমার প্রচারণার কাজে ঢাকা, কলকাতা, লন্ডন অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে। কোনো বিশ্রামই নিতে পারিনি। এই কারণে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তারই প্রভাব পড়েছে বান্দরবানে। ভেবেছিলাম, প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজ করতে পারব। কিন্তু কোনোভাবে কাজ করার শক্তি পাচ্ছিলাম না। পরিচালক আমার ব্যাপারটি বুঝতে পারছিলেন। তাই তিনি শুটিং স্থগিত করে দেন।’
ফারিয়া জানান, চিকিৎসক তাঁকে সাত দিনের বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।