সিনেমায় ‘গ্যাং কালচার’

‘গ্যাং কালচার’ নিয়ে এবার তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘কিশোর গ্যাং’কোলাজ

কয়েক বছর ধরে রাজধানীসহ জেলা শহরগুলোতে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাংয়ের কাহিনি। প্রায়ই শোনা যায়, তারা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে। কিশোর গ্যাংয়ের সৃষ্টি ও বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। প্রায় শোনা যাচ্ছে, কিশোর গ্যাংয়ের হাতে প্রতিপক্ষকে খুনের ঘটনা। ‘গ্যাং কালচার’ নিয়ে এবার তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘কিশোর গ্যাং’।
গ্যাং কালচার সরাসরি ফিল্মে দেখা যাবে না। গ্যাং কালচারে জড়িয়ে যাওয়ার পর তাদের ব্যক্তিগত জীবন, পরিবার ও চারপাশের মানুষের জীবনে যে প্রভাব পড়ে, সেটাই উঠে এসেছে ফিল্মে। এর নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, ‘পুরো কাজটি ফিল্মি টুইস্টে করিনি। কারণ, ওইভাবে করলে প্রচুর মারামারি দেখাতে হবে। সেটি দেখে অনেকে আবার উৎসাহিত বা আতঙ্কিত হতে পারেন। গল্পের বেশির ভাগ জায়গায় গ্যাং কালচারের প্রভাবটাই তুলে ধরা হয়েছে। কিশোর গ্যাং সমাজে যে নেতিবাচক প্রভাব রাখে, সেটাই এখানে তুলে এনেছি। এটি একটি সচেতনতামূলক কাজ হতে পারে।’

ওয়েব ফিল্ম ‘কিশোর গ্যাং’ এর একটি দৃশ্য
সংগৃহীত

এই সময়ে এসে এমন গল্প নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রযোজকের আগ্রহে কাজটি করা। এই গ্যাং কালচার আমাদের সমাজে অনেকটাই জেঁকে বসেছে। অনেক তরুণ-কিশোর এই কালচারে জড়িয়ে তাঁদের জীবন, পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এই ফিল্ম এখন সময়ের দাবি।’ মাস দুয়েক আগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনাও গল্পের একটি অংশে আছে।

ইশতিয়াক বলেন, ‘টানা তিন দিন শুটিংস্পটে থেকে আমাদের সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন। শুটিংয়ের একটি অংশে পুলিশের গাড়ি দরকার ছিল, সেটাও ব্যবহারের সুযোগ পেয়েছি আমরা।’

গল্পের বেশির ভাগ জায়গায় গ্যাং কালচারের প্রভাবটাই তুলে ধরা হয়েছে
সংগৃহীত

‘কিশোর গ্যাং’–এ অভিনয় করেছেন কারার মাহমুদ, রুকাইয়া জাহান, সাব্বির অর্ণব, ফয়সাল দ্বীপ, ইব্রাহিম এহসান, মাসুম রেজওয়ান, শোয়েব মনির, রকি খান, জয়িতা প্রিয়ন্তি, শশী আফরোজসহ অর্ধশতাধিক অভিনয়শিল্পী। ‘কিশোর গ্যাং’-এর গল্প ও চিত্রনাট্যও পরিচালকের নিজেরই। ড্রিম ক্যানটিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।