স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র
স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজন করেছে প্রমিত উচ্চারণ ও আবৃত্তিবিষয়ক তিন মাসব্যাপী কর্মশালা। কর্মশালার প্রশিক্ষণের বিষয়: বাক্-প্রত্যঙ্গ পর্যালোচনা, বর্ণমালা উচ্চারণ কৌশল, স্বরচর্চা, প্রমিত উচ্চারণ-সূত্র, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য ও প্রয়োগ কৌশল, আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনশৈলী। কর্মশালার মুখ্য প্রশিক্ষক মাহিদুল ইসলাম। ক্লাস শুরু ৪ জুলাই৷ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২ জুলাই পর্যন্ত। যোগাযোগ: ০১৭৬০১২৪০৩৬, ০১৬৭৪৯৩৪২৪৮