'ওই দূরে বাজে একতারা'

ছায়ানট সংস্কৃতি ভবনে বার্ষিক লোকসংগীতের অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশান ছবি প্রথমআলো
ছায়ানট সংস্কৃতি ভবনে বার্ষিক লোকসংগীতের অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশান ছবি প্রথমআলো

‘বেদুইন শমসের’ পুরোনো বই নতুন করে

প্রকৃত নাম শমসের আলী হলেও ঔপন্যাসিক ‘বেদুইন শমসের’ ছদ্মনামে সাহিত্যচর্চা করতেন বলে এ নামেই বহুল পরিচিত। ফরিদপুরের তাঁর জন্মন্থান। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ফরিদপুর শহরে। লেখাপড়ার পাঠ চুকিয়ে শমসের আলী প্রথমে পুলিশ বিভাগে চাকরি করেন। পরে চাকরি ছেড়ে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন এবং ঢাকা বারের সঙ্গে যুক্ত হন। আইন ব্যবসার অবসরে তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত কিছু কাব্যগ্রন্থের পুনর্মুদ্রণ করেছেন তাঁর সন্তানেরা। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখকের মেয়ে ডালিয়া নিলুফার, শাম্মী ইয়াসমিন, জেসমিন নাহিদ ও ছেলে ফেরদৌস আলম।