সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হবে অনলাইনে https://services.prothomalo.com/mpaward/critics-award.php ঠিকানায়।
অংশগ্রহণকারীদের এ ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে।
পুরস্কার দেওয়া হবে তিনটি বিভাগে—

* পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র
* সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র
* ওটিটি কনটেন্ট

সমালোচক পুরস্কার (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র)

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে—১. শ্রেষ্ঠ কাহিনিচিত্র, ২. শ্রেষ্ঠ পরিচালক, ৩. শ্রেষ্ঠ অভিনেতা ও ৪. শ্রেষ্ঠ অভিনেত্রী।
২০২৩ সালে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পাওয়া কাহিনিচিত্র থেকে এ পুরস্কার দেওয়া হবে। কাহিনিচিত্রের দৈর্ঘ্য অবশ্যই ৭৯ মিনিটের বেশি হতে হবে।

সমালোচক পুরস্কার (সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র)

যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে—১. শ্রেষ্ঠ পরিচালক, ২. শ্রেষ্ঠ কাহিনিকার, ৩. শ্রেষ্ঠ অভিনেতা ও ৪. শ্রেষ্ঠ অভিনেত্রী

২০২৩ সালে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, প্রথমবার মুক্তি পাওয়া নাটক, টেলিছবিকে দেওয়া হবে এ পুরস্কার। নাটক, টেলিছবির পর্বদৈর্ঘ্য সর্বোচ্চ ৮০ মিনিটের মধ্যে হতে হবে।

সমালোচক পুরস্কার (ওটিটি কনটেন্ট)
যেসব ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে—১. শ্রেষ্ঠ কনটেন্ট, ২. শ্রেষ্ঠ পরিচালক, ৩. শ্রেষ্ঠ অভিনেতা ও ৪. শ্রেষ্ঠ অভিনেত্রী।

২০২৩ সালে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ থেকে এ পুরস্কার দেওয়া হবে। কনটেন্টের দৈর্ঘ্য অবশ্যই ৭০ মিনিটের বেশি হতে হবে।

জমা দেওয়ার শেষ সময় ১০ ফেব্রুয়ারি ২০২৪। শুধু বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।