‘ধুরন্ধর’–এর কাছে পাত্তাই পাচ্ছে না ‘অ্যাভাটার’

‘অ্যাভাটার’ ও ‘ধুরন্ধর’–এর দৃশ্য। কোলাজ

রণবীর সিং অভিনীত আদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ যে তৃতীয় সপ্তাহান্তে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর উদ্বোধনী সপ্তাহান্তের আয়কে বিশাল ব্যবধানে ছাপিয়ে যাবে—এমন ভবিষ্যদ্বাণী করলে হয়তো অনেকেই তা হাস্যকর বলে উড়িয়ে দিতেন। কিন্তু ভারতীয় বক্স অফিসে ঠিক সেটাই ঘটেছে। রণবীর সিংয়ের ছবিটি একের পর এক নতুন রেকর্ড গড়ে হলিউডের বহুল আলোচিত সিনেমাটিকে অনেক পেছনে ফেলে দিয়েছে।

বক্স অফিস বিশ্লেষক সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর প্রথম দিনে গত শুক্রবার আয় করেছে ১৯ কোটি রুপি—যা ২০২২ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর প্রথম দিনের আয়ের প্রায় অর্ধেক। পরবর্তী দুই দিনে ছবিটি কিছুটা গতি পায়। শনিবার আয় দাঁড়ায় ২২.৫ কোটি রুপি এবং রোববার ২৫.৭৫ কোটি রুপি।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

প্রথম সপ্তাহান্তে ‘অ্যাভাটার’–এর সংগ্রহ
সব ভাষা মিলিয়ে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর প্রথম সপ্তাহান্তে ভারতে মোট আয় ৬৭ কোটি রুপি। তবে এই সময়েই ছবিটি কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে ‘ধুরন্ধর’–এর সঙ্গে, যা মুক্তির তৃতীয় সপ্তাহান্তেও অভূতপূর্ব দাপট দেখিয়েছে।
শুক্রবার থেকে রোববার—এই তিন দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ৯৯ কোটি রুপি। এর মধ্য দিয়ে ছবিটি সর্বকালের সেরা তৃতীয় সপ্তাহান্তের আয়ের নতুন রেকর্ড গড়েছে। এত দিন এই রেকর্ড ছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’–র দখলে, যার তৃতীয় সপ্তাহান্তের আয় ছিল ৬০ কোটি রুপি।

থামছেই না ‘ধুরন্ধর’-এর দৌড়
বক্স অফিসে যেন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ২১৮ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহের হিসাব অনুযায়ী যোগ হয় আরও ২৬১ কোটি রুপি। তৃতীয় সপ্তাহান্তের সংগ্রহ যুক্ত হওয়ার পর ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭৯ কোটি রুপি। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই এটি ৭০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বড়দিনেও আধিপত্যের সম্ভাবনা
বাণিজ্য বিশ্লেষকদের মতে, বড়দিনের ছুটিতেও বক্স অফিসে আধিপত্য বজায় রাখবে ‘ধুরন্ধর’। এই সময়ে ছবিটির একমাত্র নতুন প্রতিদ্বন্দ্বী হবে রোমান্টিক কমেডি ‘তু মেরি, মেঁ তেরা, মেঁ তেরা, তু মেরি’, যা মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। পরিচালনায় রয়েছেন সমীর বিদ্বান্স, যিনি এর আগে ২০২৩ সালের রোমান্টিক ড্রামা ‘সত্যপ্রেম কি কথা’ পরিচালনা করেছিলেন।

দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে

‘ধুরন্ধর’ ছবির একটি দৃশ্য। এক্স থেকে