নববর্ষে উৎসবের রং

‘শেষটা তুমি আমি’ নাটকে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস, সারিকা সাবাহ
ছবি : এনটিভির সৌজন্যে

বছর ঘুরে আবার এল বৈশাখ। নববর্ষের দিনে উৎসবের রং ছড়াতে আজ দিনভর টিভিতে প্রচারিত হবে নাটক ও গানের আয়োজন। পাশাপাশি সিনেমা ও ম্যাগাজিন অনুষ্ঠানও থাকছে।

টিভি নাটক
এনটিভিতে সকাল সাড়ে ৯টায় প্রচারিত হবে পয়লা বৈশাখের বিশেষ নাটক ‘শেষটা তুমি আমি’। হাসান রেজাউল পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস, সারিকা সাবাহ, শেহজাদ ওমর।

দুরন্ত টিভিতে বেলা একটায় প্রচারিত হবে ‘হৈ হৈ হল্লা’। মাতিয়া বানু শুকু রচিত নাটকটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। এতে শিশু চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, ফখরুল ইসলাম। নাটকটি রাত ৯টায়ও প্রচারিত হবে।

চ্যানেল আইয়ে বেলা আড়াইটায় প্রচারিত হবে আজম খানের রচনা ও মৃত্যুঞ্জয় সরদারের পরিচালনায় সজল ও শেহতাজ জুটির টেলিছবি ‘একচিলতে রোদ্দুর’।
বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আহসানুল মিনু, সাহেলা আক্তার, সিদ্দিক ও জাপানি অভিনেত্রী মাই আতানাবী।

এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক হালখাতা। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হুমাইরা হিমু, প্রাণ রায়।

বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘মিসেস ডিস্টার্ব’। হাসিব হোসাইনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সুমাইয়া হিমি। চ্যানেল আইয়ে বেলা ২টা ৫ মিনিটে ঋষিজ শিল্পী গোষ্ঠীর বর্ষবরণের বিশেষ আয়োজন।
বৈশাখী টিভিতে সকাল ৮টা ২০ মিনিটে গাইবেন কণ্ঠশিল্পী অংকন ইয়াসমিন। রাত সাড়ে ৯টায় আইনুন পুতুলের উপস্থাপনায় সরাসরি গাইবেন শিল্পী দেবলীনা সুর ও শবনম প্রিয়াংকা।

সিনেমা
নববর্ষের দিনে তিনটি বাংলা সিনেমা প্রচার করবে বৈশাখী টিভি। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে আজাদী হাসনাত পরিচালিত সিনেমা ‘কাজের মেয়ে’।

আরও পড়ুন

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, আলীরাজ। বেলা ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘ভাইয়ের শত্রু ভাই’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মান্না, শাবনূর, অমিত হাসান, ময়ূরী, ডিপজল। রাত ১২টায় থাকছে রাজ্জাক-ববিতা জুটির সিনেমা ‘কালো গোলাপ’।

বৈশাখে সিনেমার গান
বৈশাখী আবহের সিনেমার গান নিয়ে এসেছেন অভিনেত্রী, প্রযোজক অপু বিশ্বাস। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র গান ‘রঙে রঙে সঙে সঙে’ প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার।

‘লাল শাড়ি’ সিনেমার একটি গানে অপু বিশ্বাস
পরিচালকের সৌজন্যে

সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক। গানজুড়ে বৈশাখের রং তুলে এনেছেন সিনেমার নির্মাতা বুলবুল বিশ্বাস। বন্ধন বিশ্বাসের লেখা গানটি সুর-সংগীত করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ।