আত্মহত্যা নাকি খুন, সুশান্তর মৃত্যু নিয়ে জানা গেল নতুন তথ্য

প্রয়াত সুশান্ত সিং রাজপুত

মারা গেছেন প্রায় আড়াই বছর আগে, কিন্তু তাঁর মৃত্যু নিয়ে এখনো রহস্য শেষ হয়নি। বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কী আত্মহত্যা নাকি খুন, এ নিয়ে এখনো চলছে বিতর্ক। এত দিন পর সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য। কুপার হাসপাতালের ময়নাতদন্তকারী দলের সদস্য রূপকুমার শাহ দাবি করছেন, সুশান্তকে খুন করা হয়েছে।

ভারতীয় এক গণমাধ্যমকে রূপকুমার জানিয়েছেন, সুশান্তের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘাড়ে দুই, তিনটি দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানিয়ে ময়নাতদন্তের ভিডিও করতে বললে তিনি নির্দেশ দেন শুধু শরীরের কয়েকটা ছবি তোলার। তবে তার এ বক্তব্যের কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। ২০২০ সালে মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

মৃত্যুর ৩০ মাস পরও ইডি, এনসিবি, সিবিআই সুশান্তের মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারেননি। তদন্ত এখনো চলছে। বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা দুবার ময়নাতদন্ত করে জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেছেন। সিবিআই অনুমান করছেন, মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। কিন্তু রূপকুমার বলছেন, অভিনেতার চোখের ওপর জোরে ঘুষি মারার চিহ্ন ছিল। তাঁর হাড়ও ভাঙা ছিল। তাতেই বোঝা যায়, তাঁকে কেউ আঘাত করেছে।

আরও পড়ুন

তাঁর এ বক্তব্যের পর আবার সবাই নড়েচড়ে বসেছে। সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সিবিআইকে ভেবে দেখার অনুরোধ জানান। তিনি লিখেছেন, যদি প্রমাণ থাকে, তাহলে সিবিআই যেন তাঁর ভাইয়ের মৃত্যুর সুবিচার পাইয়ে দেন। শ্বেতা আশঙ্কা করছে, এই বক্তব্যের পর রূপকুমারের জীবন সংশয়ে পড়বে। তাই তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন, যাতে রূপকুমারের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

করোনার লকডাউনের মধ্যে ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত লাশ।

আরও পড়ুন
আরও পড়ুন