কথা আর গানে মাতোয়ারা সারা দিন

ফ্যান্টাসি কিংডমে দুই দিন ধরে এসএসসি পরীক্ষায় ঢাকা বিভাগের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিখো ও প্রথম আলো। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তাঁর গান ‘বাংলাদেশ’-এর সুর দিয়ে শুরু হয়েছিল পরিবেশনা। বেঁচে থাকতে এই অনুষ্ঠানে তিনি নিয়মিতই আসতেন। তারপর কথা আর গানে নবীন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের দিনভর মাতিয়ে রাখেন তারকারা। ছবি: খালেদ সরকারজাহিদুল করিম
১ / ৫
সর্বশেষ মঞ্চ মাতিয়েছে চিরকুট। ব্যান্ডটি শুনিয়েছে ‘কানামাছি’, ‘জাদুর শহর’, ‘আহা রে জীবন’সহ চারটি গান।
ছবি : প্রথম আলো
২ / ৫
‘বীর’ চলচ্চিত্রের ‘তুমি আমার জীবন’সহ দুটি গান শুনিয়েছেন এ প্রজন্মের শিল্পী কোনাল
ছবি : প্রথম আলো
৩ / ৫
হাওয়া চলচ্চিত্রে তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ শুনিয়েছেন এরফান মৃধা
ছবি : প্রথম আলো
৪ / ৫
ঋতুরাজ ও নন্দিতা দ্বৈত কণ্ঠে শুনিয়েছেন ‘বাগিচায় বুলবুলি’সহ তিনটি গান
ছবি : প্রথম আলো
৫ / ৫
চরকি প্রযোজিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের ‘রূপকথার জগতে’ গানটি শুনিয়েছেন অবন্তী সিঁথি
ছবি : প্রথম আলো