আমি আর রায়ান তোমাকে অনেক অনেক ভালোবাসি...

শুভেচ্ছাবার্তায় চোখ আটকে যায় মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজার একটি স্ট্যাটাসে। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমকে দীর্ঘদিন ধরে শুধু ছোট চরিত্রে অভিনয় করতে হয়েছে। একসময় বিরক্ত হয়ে এই অভিনেতা চেয়েছিলেন অভিনয়ই ছেড়ে দেবেন। কিন্তু ভালোবাসার টানে পারেননি। সেই মোশাররফ করিম এখনো সময়ের জনপ্রিয় অভিনেতার নাম। জনপ্রিয় সব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। প্রতিনিয়ত নিজের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। গুণী এই অভিনেতার আজ জন্মদিন। বিশেষ এই দিনে ফেসবুক শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। এসব শুভেচ্ছাবার্তায় চোখ আটকে যায় মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজার একটি স্ট্যাটাসে। স্বামীকে নিয়ে কী লিখেছেন তিনি।

মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

মোশাররফ করিম জন্মদিনের সময়টাতে বেশির ভাগ সময়ই দেশে থাকেন। তবে এক যুগ আগে একবার মালয়েশিয়াতে শুটিংয়ের মধ্যে পড়ে যায় জন্মদিন। দিনটি ভালোই কেটেছিল। এবারও সেই মালয়েশিয়াতেই সপরিবার অবস্থান করছেন এই অভিনেতা। গত সপ্তাহে ব্যক্তিগত কাজে সেখানে গেছেন তাঁরা। জন্মদিনটা সেখানেই কাটছে স্ত্রী–সন্তানসহ। প্রতিটা সময় পাশে থাকলেও ফেসবুকে স্বামীকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানালেন রোবেনা রেজা। তিনি লিখেছেন, ‘আমাদের পরম নির্ভরতার আশ্রয় একমাত্র তুমি। আমি আর রায়ান তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমাদেরকে ভালোবাসার আর কেউ নেই। আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন তোমার ভালোবাসার ছায়ায় আমাদের রাখেন—এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। শুভ জন্মদিন বটবৃক্ষ-রায়ান আর রায়ানের মা–এর পক্ষ থেকে।’

মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

১৯৮৯ সালে থিয়েটারে কাজ শুরু করেন মোশাররফ করিম। সেই থেকে শুরু করে ক্যারিয়ারের বয়স আজ ৩৩ বছর। শুরুটা ছোট ছোট চরিত্র হলেও ২০০৩-০৪ সালের দিকে পুরোদমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি। তাঁকে দেখা যায় প্রধান চরিত্রে। প্রথম ‘ক্যারাম’ নাটকটি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই অভিনেতার জন্ম ১৯৭১ সালে। এক যুগের বেশি সময় ধরে তিনি সমানতালে অভিনয় করে যাচ্ছেন।

‘জালালের গল্প’ সিনেমায় মোশাররফ করিম ও মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

এই অভিনেতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে আট শতাধিক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’, ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’, ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। একই সঙ্গে তিনি কলকাতার ডিকশনারি সিনেমাতে অভিনয় করে দুই বাংলায় প্রশংসা পান। তাঁর হাতেও রয়েছে একাধিক সিনেমার কাজ। আজ তাঁর জন্মদিনে জানা গেল, তিনি বৈদ্য নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।